ঈদের দিন সিএমএইচসহ বিভিন্ন সেনাক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

1 day ago 13

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন সেনাক্যাম্প পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

jagonews24

ফেসবুক পোস্টে বলা হয়, ‌পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকাসহ বিভিন্ন সেনাক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান সব সেনা সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ ছাড়া সেনাপ্রধান সম্প্রতি ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার দেন।

টিটি/এমআরএম

Read Entire Article