চোরাই পিক-আপসহ চোরচক্রের সদস্য গ্রেফতার

2 months ago 6

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মানিক চৌধুরী (৩৯) নামে গাড়ি চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়ারী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ৭ জুন ঢাকার ওয়ারী থানার লালমোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ চুরি হয়। পিকআপটির মালিক সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর ওয়ারী থানার একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেফতার করে। পরবর্তী সময় তার দেওয়া স্বীকারোক্তিতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব ধর্মশুর এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মানিক জিজ্ঞাসাবাদে জানান দুই-তিনজন সহযোগী নিয়ে গত ৭ জুন বিকেল ৪টার দিকে ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তা থেকে পিকআপটি চুরি করে কেরানীগঞ্জের পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসেন। গ্রেফতার মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কেআর/বিএ/জিকেএস

Read Entire Article