চোরাকারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্য নিহত

7 hours ago 5

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে চোরাকারবারিদের ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এ সময় দেলোয়ার হোসেন নামে আরও এক সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুভেন্দু বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিকভাবে পরীক্ষা নিরিক্ষা করে বিজিবি সদস্য সিপাহি মোজাম্মেল হক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। তার সঙ্গে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ বলেন, একদল চোরাকারবারি পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাচ্ছিল। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া মাত্রই রাত ৮টার দিকে বিজিবির টহলদলের সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করলে রাস্তার পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সিপাহি মোজাম্মেল হককে মৃত ঘোষণা। হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Read Entire Article