পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর এমন সাফল্য পেয়েছে বিরাট কোহলির দল। অন্যদিকে চতুর্থবারের মতো ফাইনাল হেরে শিরোপাবঞ্চিতই থাকলো পাঞ্জাব। এবারও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে।
গতকাল মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দেখার পর ভক্তেরে প্রশ্ন, চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু, ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কে কী পেলেন?
দেখে নেওয়া যাক- আইপিএল ২০২৫ আসরের দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা। পুরস্কার মূল্য হিসেবে কাদের হাতে কত টাকা উঠল, চোখ রাখা যাক সেই তালিকাতেও।
আইপিএল ২০২৫ এর পুরস্কার তালিকা
১. চ্যাম্পিয়ন- বেঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি ভারতীয় রুপি)।
২. রানার্সআপ- পাঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি রুপি)।
৩. অরেঞ্জ ক্যাপ (সবচেয়ে বেশি রান, ৭৫৯ রান)- সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ রুপি)।
৪. পার্পল ক্যাপ (সবচেয়ে বেশি উইকেট, ২৫টি)- প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ রুপি)।
৫. প্লেয়ার অব দ্য ফাইনাল - ক্রুণাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লাখ রুপি)।
৬. উদীয়মান ক্রিকেটার- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)।
৭. টুর্নামেন্টসেরা ক্যাচ- কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ রুপি)।
৮. টুর্নামেন্টসেরা ক্রিকেটার - সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ রুপি)।
এমএইচ/

4 months ago
22









English (US) ·