ছক্কা হাঁকানোর পর মাঠেই মৃত্যু ভারতীয় ব্যাটারের

2 months ago 8

ক্রিকেট মাঠে ছক্কা মারার আনন্দ যে এমন মর্মান্তিক পরিণতিতে গড়াবে, তা কে ভেবেছিল! পাঞ্জাবের ফিরোজপুরে এক স্থানীয় ক্রিকেট ম্যাচে ছক্কা হাঁকানোর ঠিক পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যাটার হরজিত সিং। ঘটনাটি রীতিমতো হৃদয়বিদারক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাট হাতে তৈরি হচ্ছেন হরজিত। বোলারের বলটি তুলে মারেন বাউন্ডারির ওপারে। ছক্কার পর তিনি হাঁটতে হাঁটতে পিচের মাঝামাঝি আসতেই হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়েন এবং তারপরই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে সতীর্থ ও বিপক্ষ খেলোয়াড়রা দৌড়ে এসে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর জেলার ডিএভি স্কুল মাঠে আয়োজিত এক স্থানীয় ক্রিকেট ম্যাচে। নিহত হরজিত সিং এই এলাকায় বেশ পরিচিত মুখ ছিলেন।

এটি কোনো ব্যতিক্রম ঘটনা নয়। এর আগেও ২০২৪ সালের জুনে মুম্বাইয়ের কাশিমিরা এলাকায় এক অনুরূপ ঘটনায় ৪২ বছর বয়সী রাম গণেশ তেওয়ার ছক্কা মারার পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

যুবকদের মাঝেও হঠাৎ হৃদরোগে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। ২০ ও ৩০-এর কোঠার অনেকেই ভুগছেন হাই প্রেশার, কোলেস্টেরল ও স্ট্রেসজনিত সমস্যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনধারা অনুসরণ না করলে বিপদের ঝুঁকি বাড়তেই পারে।

খেলাধুলা আনন্দের মাধ্যম হলেও, শরীরের সংকেতকে অবহেলা করা বিপজ্জনক। হরজিত সিংয়ের মৃত্যু তাই কেবল এক ব্যক্তিগত ক্ষতি নয়, এটি আমাদের সকলের জন্য এক বড় সতর্কবার্তা। 

Read Entire Article