আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’র গুরুত্বপূর্ণ অংশ ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬-এ আবেদন শুরু হয়েছে। দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালার যৌথ আয়োজনে আগামী বছরের ১২ থেকে ২১ ফেব্রুয়ারি পান্থশালার দৃকপাঠ ভবনে এটি অনুষ্ঠিত হবে।
দেশের ভিন্ন ভিন্ন গণমাধ্যমে কাজ করা শিল্পীদের সহায়তার উদ্দেশে এই ফেলোশিপ প্রোগ্রামটির নকশা করা হয়েছে। এর মাধ্যমে সৃজনশীলতা এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তরুণদের বিকাশের পাশাপাশি স্বাধীন প্রকল্প তৈরিতে উৎসাহিত করা হয়।
এই প্রোগ্রামে প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে একজন পরামর্শককে যুক্ত করা হয়। তার তত্বাবধানে একটি নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর শিল্পকর্ম তৈরি করেন তরুণ শিল্পী, যা ছবিমেলায় তুলে ধরা হয়। আসন্ন ছবিমেলায় উল্লিখিত প্রোগ্রামটি এবার পরিচালনা করছেন কিউরেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহরাব জাহান।
২০১৭ সাল থেকে এ পর্যন্ত তিনবার ফেলোশিপ দিয়েছে ছবিমেলা। মোট ৩৬ জন শিল্পী তাতে অংশ নিয়েছিলেন। তাদের শিল্পকর্ম ছবিমেলার নবম, দশম এবং শূন্যতে প্রদর্শিত হয়। ছবিমেলা ছাড়াও পরে অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনীতেও নির্বাচিত ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে সেসব শিল্পকর্ম।
এ বছর আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর। ফেলোশিপের সময়সীমা তিন মাস।
আরএমডি