ছাত্রদল সভাপতিকে অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করার পরামর্শ

2 months ago 24

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামকে অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মহানগর শিবির আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদল সভাপতির গ্রাউন্ডহীন বক্তব্যের প্রতিক্রিয়া জানানো বোকামি ছাড়া আর কিছুই নয়। দেশে কে রাজনীতি করবে আর করবে না এটাতো কোনো ব্যক্তির ইচ্ছের ওপর নির্ভর করে না।

তিনি আরও বলেন, বিগত সময়ে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনিও তো কথায় কথায় আমাদের নিষিদ্ধ করতেন। কিন্তু নিষিদ্ধ করার পাঁচ দিনের মাথায় নিজেরা পালিয়ে গেছেন। দুর্ভাগ্য যে আমরা অতীত থেকে শিক্ষা নেই না।

‘ছাত্রদলের সভাপতিকে সম্মান রেখেই বলছি অতীত থেকে শিক্ষা দিয়ে রাজনীতি করুন। তাহলে আপনার জন্যই কল্যাণ। আর শিক্ষা না নিয়ে যদি ফ্যাসিবাদের সুরে কথা বলেন তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে দেশের মানুষ, সাধারণ ছাত্ররা তাদেরও একই পরিনতির দিকে ঠেলে দেবে।’

সরকারের রোডম্যাপের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা করে শিবিরের সভাপতি বলেন, রাষ্ট্র, জনগণ এবং রাজনৈতিক দলের জন্য কল্যাণকর হয়, সরকারের এমন সিদ্ধান্তের পক্ষে থাকবে শিবির।

বিভিন্ন বাম ছাত্র সংগঠনের বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, তারা অন্য দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনীতি করে। যাদের আদর্শিক কোনো বয়ান বা এজেন্ডা থাকে না তারাই প্রোপাগান্ডা ছড়ানোর রাজনীতি করে। অতীত থেকে শিক্ষা নিয়ে ৫ আগস্ট পরবর্তী রাজনীতির নতুন ধারা ও শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হাফেজ রেজওয়ানুল হক ও কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস

Read Entire Article