ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে অছাত্ররা

22 hours ago 7

দীর্ঘ ৯ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটিতে রানিং শিক্ষার্থীরা নয়, নেতৃত্বে রয়েছেন অছাত্ররা।

বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জহির উদ্দিন মোহম্মদ বাবরকে, যিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন ৩৯ (২০০৯-২০১০ সেশন) ব্যাচের শিক্ষার্থী। আর সদস্য সচিব করা হয়েছে ওয়াসিম আহমেদ অনিককে। তিনি দর্শন ৪০ (২০১০-১১ সেশন) ব্যাচের শিক্ষার্থী। এছাড়ার কমিটির যুগ্ম সচিব পর্যন্ত সকলেই ৪৫ ব্যাচের সীমাবদ্ধ। যেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের ছাত্রত্ব প্রায় শেষের দিকে। বর্তমানে ক্যাম্পাসের নবীন ব্যাচ হচ্ছে ৫৩ ব্যাচ (২০২৩-২৪ শেসন)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন।'

সৈকত ইসলাম/এএইচ/জিকেএস

Read Entire Article