ছাত্রদলের উদ্যোগে জবিতে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

3 months ago 38

শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থার জন্য ক্যাম্পাসে একটি পানির ফিল্টার স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৮ জুন) জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে পানির ফিল্টারটি স্থাপন করা হয়। 

ছাত্রদল নেতার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন জানান, ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা। শাহরিয়ার ভাইয়ের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমরা শিক্ষার্থীরা উপকৃত হবো।

মঞ্জুরুল ইসলাম নামে ১৯তম ব্যাচের আরেক শিক্ষার্থী বলেন, পানির ফিল্টার স্থাপনের এই খবর শুনে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে, এটি তার আরেকটি প্রমাণ।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, এই ফিল্টার স্থাপনের মাধ্যমে ভাষা শহীদ রফিক ভবনের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে এবং তারা নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে যেতে পারবে। 

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিনের একটি সমস্যা। এই সমস্যা সমাধানে দ্রুত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে, এটি প্রশংসনীয়।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পানি পান করে শিক্ষার্থীরা প্রায়ই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, যা তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শাহরিয়ারের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য একটি পদক্ষেপ এবং একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলার পূর্বশর্ত।

Read Entire Article