জনগণের অভ্যুত্থান বেহাতে অরাজকতা তৈরি করা হচ্ছে : হাসনাত কাইয়ূম

2 hours ago 4
জনগণের অভ্যুত্থান বেহাত করার জন্য দেশে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। সোমবার (২২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জেলে-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের নাগরিক অধিকার ও সাংগঠনিক কার্যক্রম’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা ইউনিট এই সভার আয়োজন করে।  হাসনাত কাইয়ূম বলেন, ‘দেশে নতুন করে মীমাংসিত রাজনৈতিক বিষয়সমূহকে এড়িয়ে গিয়ে নতুন নতুন বিষয়কে সামনে এনে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে কোনো কোনো মহল। এইসব পরিকল্পিত অস্থিরতা গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করে দিতে পারে।’  তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধানের সংস্কার নিয়ে সমাঝোতার প্রয়োজন। সংস্কার বাস্তবায়ন করার জন্যেও প্রয়োজন সহযোগিতা ও সমঝোতা। কিন্তু কতিপয় রাজনৈতিক দল সমঝোতার পথ উপেক্ষা করে নতুন নতুন দাবি-দাওয়া নিয়ে রাজপথ সরগরম করছে। এটা জনগণের মূল দাবি-দাওয়া উত্থাপন এবং আদায়ের পথকে ধোঁয়াশাচ্ছন্ন করে ফেলছে।’  মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দলের নিকলী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামিরুল করিম তরুণ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলার আহ্বায়ক খায়রুল মোমেন স্বপন।  সভায় জেলাতে বসবাসরত জেলে এবং কৃষক তাদের নানা মতামত তুলে ধরেন। এ ছাড়া নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজিতপুর উপজেলা ইউনিটের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
Read Entire Article