‘ছাত্রদলের শহীদদের অবদান বিন্দুমাত্র স্বীকার করছে না অন্তর্বর্তী সরকার’

1 month ago 25
জুলাই-আগস্টে ছাত্রদলের যেসব নেতা শহীদ হয়েছেন, তাদের অবদানকে বিন্দুমাত্র স্বীকার করেছেন না অন্তর্বর্তীকালীন সরকার এবং যেসব শিক্ষক সরাসরি গণঅভ্যুত্থানের মিছিলে অংশ নিয়েছেন, তাদের বাংলাদেশ কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় বক্তব্যকালে এ মন্তব্য করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, যাদের জুলাই-আগস্টের অভ্যুত্থানে ন্যূনতম অবদান থাকেনি, তাদের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার একধরনের বিবাদ বা বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে আমরা মনে করছি। যারা জুলাই-আগস্টে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি; যা এক ধরনের ষড়যন্ত্র। সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, জুলাই-আগস্টে যে দুই হাজারের বেশি ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদকে আইকনিক শহীদ হিসেবে এ দেশের ছাত্র-জনতা মনে রাখছেন। কিন্তু আমরা দেখেছি, এই অন্তর্বর্তী সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নাম বাদ দিয়ে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের নাম অন্তর্ভুক্ত করেছেন। ওয়াসিমের নাম বাদ যাওয়ার কারণ হচ্ছে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী। এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে শুরু হওয়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় উপস্থিত হন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
Read Entire Article