ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা দিয়েছে কি ছাত্রলীগ?

3 hours ago 5
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের’ শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম ঢাকা পোস্টের লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে এসব প্রচার সঠিক নয় এবং এমন ঘোষণা দেওয়া হয়নি বলে মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের’ শীর্ষক শিরোনামে ঢাকা পোস্ট কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঢাকা পোস্টের লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ঢাকা পোস্টের নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘১৯ জানুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
Read Entire Article