জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। রাত পৌনে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে।
এ সময় বৈঠক উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. মাসুদ রানা জুয়েল, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ ছাত্রমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসনাত, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. সাঈদ হাসান, স্টুডেন্ট এগেইনস্ট অপোজিশনের মুখপাত্র আরাফাত হোসাইন ভূঁইয়া প্রমুখ।