ছাদ থেকে লাফ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

2 months ago 9

রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলবাগ এলাকার একটি বাসার ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মো. ইমাম হোসেন (২৮) আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বাবা তাজউদ্দিন বলেন, আমার ছেলের একটি ফার্নিচারের দোকান রয়েছে। গতরাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ছাদ থেকে লাফিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আলামিন/এমআরএম/জেআইএম

Read Entire Article