ছেলের ‘অপরাধে’ মায়ের নাকে খত: ১৩ জনের বিরুদ্ধে মামলা

3 months ago 17

ফেনী সদর উপজেলার পাঁচ গাছিয়ায় ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ার ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ও সালিশি বৈঠকে উপস্থিত ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন নির্যাতিত ওই নারী। মামলায় ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে

মামলার আসামিরা হলেন- বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু (৫০), জাহাঙ্গীর আলম (৪২), মোহাম্মদ রিসাল (২৫), মাইনুদ্দিন বেনু (৪২), গিয়াস উদ্দিন (৪০), মাইনুদ্দিন সোহাগ (৩৮), মোহাম্মদ আজাদ (৪১), অনিক (৩৫), সামসুর রহমান লাভু (৪২), ইব্রাহিম খলিল (৬২), বাইট্টা নেজাম (৩৪), মইনুদ্দিন জাসিম (৪৮), সোহেল (৩২) ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের নেতৃত্বে উপস্থিত লোকজনের সামনে একতরফা মিথ্যা সালিশ করে বাদীকে সন্তানের চুরির অপরাধে নাকে খত দিতে বলা হয়। অস্বীকৃতি জানালে জোরজবরদস্তি ও শ্লীলতাহানি করে চেয়ারম্যান দেলু নাকে খত দিতে বাধ্য করেন।

এর আগে, গত ২ মে রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের মধ্যম মাথিয়ারা এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার দুইদিন পর ফেসবুকে দুই নারীকে নাকে খত দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, সালিশি বৈঠকের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, এ ঘটনায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে বহিষ্কার করে ফেনী জেলা বিএনপি।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

Read Entire Article