ছেলের জন্য চাকরি ছাড়েন দেশসেরা সুশোভনের মা

3 hours ago 4
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন খুলনার সুশোভন বাছাড়। জানা গেছে, তার পড়াশোনার স্বার্থে শিক্ষকতার চাকরি ছাড়েন তার মা বন্দনা সেন। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জানা যায় সুশোভন ৯০ দশমিক ৭৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। জানা গেছে, খুলনার মধ্যম সারির স্কুল টিএন্ডটি আদর্শ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছেন সুশোভন। বাবা সুভাস চন্দ্র বাছাড় ওই স্কুলেরই ইংরেজি বিষয়ের শিক্ষক। উচ্চ মাধ্যমিক পড়েছেন সরকারি মডেল স্কুলে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো প্রাইভেট বা কোচিংয়ে যাওয়া হয়নি। সুশোভনের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে। থাকেন খুলনা নগরের আজিজের মোড় এলাকায়। মা বন্দনা সেন এক সময় শিক্ষকতা করলেও ছেলেকে মানুষ করতে ছেড়েছিলেন সেই চাকরি। সুশোভনের বাবা সুভাস চন্দ্র বাছাড় কালবেলাকে বলেন, আমার ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হবে। পরীক্ষা দিয়ে বলেছিল ৯০ শতাংশের বেশি নম্বর পাবে। সেটাই হয়েছে। প্রথম হবে এটা ভাবিনি। তবে চান্স পাবে জানতাম।  তিনি বলেন, ছোট থেকে সুশোভন বিভিন্ন ধরনের বই পড়ত। আমি আমার ছেলেকে একটা জিনিস সব সময় বুঝিয়েছি যে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। ওর পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য ওর মা শিক্ষকতার চাকরিও ছেড়ে দেয়। সুশোভন আমাদের একমাত্র সন্তান। ওকে ঘিরেই আমাদের সব স্বপ্ন।
Read Entire Article