ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

3 months ago 28

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুরে পৈতৃক সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। 

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৪৭) লাহাপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই মো. বিকাশ (৩৫) পলাতক রয়েছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে বাবার রেখে যাওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধটি আদালত পর্যন্তও গড়িয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় জমি নিয়ে তর্কের এক পর্যায়ে বিষয়টি সহিংস রূপধারণ করে। উত্তেজিত হয়ে বিকাশ রশিদের পেটে ছুরি চালিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই রশিদের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষায় পেটে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন ধরা পড়েছে।  

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, এটি একটি পারিবারিক সম্পত্তি বিরোধের করুণ পরিণতি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছি। আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  

Read Entire Article