জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

21 hours ago 3

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়।

‎সমাবেশে শিক্ষার্থীরা ‘জকসু আমার অধিকার, প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’; ‘তাড়াতাড়ি বৃত্তি দে, নইলে গদি ছেড়ে দে’; ‘বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দুই দফা দাবি নিয়ে আন্দোলন চললেও প্রশাসন আশ্বাস দেওয়া ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আন্দোলনের পথে নামতে গিয়ে এর আগে শিক্ষার্থীরা পুলিশি বাধা ও হামলার শিকার হয়েছেন তারপরও প্রশাসনের এমন গড়িমসি হতাশাজনক। শিগগিরই দাবি পুরণ না করলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় ইনকিলাব মঞ্চের সভাপতি নূর মোহাম্মদ বলেন, নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। অথচ বর্তমান ভিসি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অবকাঠামোগত সমস্যায় শিক্ষার্থীরা ভুগছে। আন্দোলনকে ‘মব’ আখ্যা দেওয়া যায় না। দাবি মানতে বিলম্ব হলে প্রশাসনের চেয়ার টিকবে না।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, এখানে সবার দায়িত্ব আছে। আপনি যদি অসহায় হন, তবে দায়িত্ব ছেড়ে দিন। যত দিন যাবে, আন্দোলনের গতি আরও তীব্র হবে।

Read Entire Article