জনগণ এখন স্বাধীনভাবে চলাচল করতে পারছেন : আমিনুল হক

3 weeks ago 10
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম এবং গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জনগণ এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছেন। এছাড়া উন্মুক্তভাবে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা ও স্বাধীনমতো চলাচল করতে পারছেন। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং-এ সোনালী বাজার সংলগ্ন মাঠে হাউজিং বয়েজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি- বাংলাদেশ এখন অনেক নিরাপদ। বাংলাদেশে এখন আর কোনো স্বৈরাচার কিংবা বাইরের কেউ কোনো প্রভাব বিস্তার করে, যড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ।  বিএনপি সবার ঐক্যের মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় বলে জানান দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল হক। হাউজিং বয়েজ ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লবী দ্বিতীয় পর্ব বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, রূপনগর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, ৯২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, রূপনগর থানা যুবদলের আহ্বায়ক সোয়েব খান, সদস্য সচিব হাদিউল ইসলাম রাজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন, পল্লবী থানা মহিলা দলের সভাপতি লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।
Read Entire Article