জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এমএ কাইয়ুম বলেছেন, এই দেশকে আর কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হতে দেওয়া হবে না। কেউ যদি প্রশাসন ব্যবহার করে বা কৌশলের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, এটি কোনো একদলীয় শাসনের দেশ নয় যে প্রশাসন ব্যবহার করে ক্ষমতা দখল করা যাবে। এ দেশ জনগণের, আর ক্ষমতার মালিকও জনগণ। গণসংযোগকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে এবং রাতের ভোট দিনে গণনার মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নিয়ে দেশে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে। ড. এমএ কাইয়ুম বলেন, আসন্ন নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের
ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এমএ কাইয়ুম বলেছেন, এই দেশকে আর কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হতে দেওয়া হবে না। কেউ যদি প্রশাসন ব্যবহার করে বা কৌশলের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, এটি কোনো একদলীয় শাসনের দেশ নয় যে প্রশাসন ব্যবহার করে ক্ষমতা দখল করা যাবে। এ দেশ জনগণের, আর ক্ষমতার মালিকও জনগণ। গণসংযোগকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে এবং রাতের ভোট দিনে গণনার মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নিয়ে দেশে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে। ড. এমএ কাইয়ুম বলেন, আসন্ন নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow