জনগণের প্রত‍্যাশা অনুযায়ী ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে : আমিনুল হক 

3 weeks ago 12
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতি করণ করে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আগামী দিনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জনগণের ভোটে নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন আর দলীয় রাজনীতিকরণ করা হবে না। জনগণের প্রত‍্যাশা অনুযায়ী ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে খিলক্ষেত উত্তরপাড়া বনরূপা মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই সুস্থ ধারার কাঙ্ক্ষিত পরিবেশের জন্য দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।  একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি আসাদুজ্জামান জিসানের পৃষ্ঠপোষকতায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মো. আক্তার হোসেন, মো. আতাউর রহমান, মো. গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন, মিজানুর রহমান রেনু, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, মন্জুর হোসেন পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু, সিনিয়র সহসভাপতি রাজিব আহমেদ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Read Entire Article