জনপ্রিয় টিকটকার খাবি লেমের মৃত্যু নিয়ে হইচই, জানা গেল আসল সত্য

2 hours ago 11

বিশ্বজুড়ে জনপ্রিয় টিকটক তারকা খাবি লেম। তাকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার গুজব। এমনকি বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে তার মৃত্যুর খবরও ছড়িয়েছে। বিষয়টি খাবির পরিবার ও ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তবে যাচাই-বাছাই করে জানা গেছে, খবরটি সম্পূর্ণ ভুয়া। খাবি লেম একদম সুস্থ ও ভালো আছেন।

অক্টোবরের শুরুতে ইউটিউব, ফেসবুক ও এক্স (সাবেক টুইটার)-এ একাধিক পোস্টে দাবি করা হয়, খাবি লেম নাকি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এমনকি কিছু পোস্টে ভাঙাচোরা গাড়ির ছবিও ব্যবহার করা হয়। সেগুলো নাকি তার দুর্ঘটনার দৃশ্য। তার বিশাল জনপ্রিয়তা এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তার কারণে খবরটি মুহূর্তেই ভাইরাল হয়।

কিন্তু রয়টার্স ও স্নোপস-এর ফ্যাক্টচেক প্রতিবেদনে দেখা যায়, খাবি লেমের মৃত্যুর কোনো সত্যতা নেই। তার পরিবার, প্রতিনিধি বা কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেনি। গুজবটির উৎস ছিল কিছু ক্লিকবেইট পেজ। তারা মানুষকে বিভ্রান্ত করে ভিউ বাড়াতে বা তথ্য চুরি করতে এমন ভুয়া খবর ছড়ায়। কয়েক ঘণ্টার মধ্যেই এসব মিথ্যা দাবি খণ্ডন করে বিভিন্ন সূত্র নিশ্চিত করে যে খাবি লেম একদম জীবিত আছেন।

গুজব ছড়িয়ে পড়ার পর ভক্তরা বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ লেখেন, ‘গতকাল শুনে খুব ভয় পেয়েছিলাম, পরে জানলাম সবটাই মিথ্যা।’ আরেকজন বলেন, ‘প্রথমে বিশ্বাসই করতে পারিনি, এখন স্বস্তি লাগছে যে ও ভালো আছে।’

বিবিসি ট্রেন্ডিং জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সেলিব্রেটিদের মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়ানো একধরনের অনলাইন প্রতারণায় পরিণত হয়েছে। এসব খবরের মাধ্যমে প্রতারকরা ওয়েবসাইটে ক্লিক বাড়াতে বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে চায়।

সেনেগালে জন্ম নেওয়া এবং ইতালিতে বেড়ে ওঠা খাবি লেম ২০২০ সালে মহামারির সময় চাকরি হারানোর পর টিকটকে ভিডিও বানানো শুরু করেন। তার ভিডিওর বিশেষত্ব হলো, তিনি একটিও কথা বলেন না। শুধু মুখভঙ্গি ও হাতের ভঙ্গিমায় হাস্যরস তৈরি করেন। সেই নীরব কৌতুকে আজ তার অনুসারীর সংখ্যা বিশ্বজুড়ে ১৬ কোটি ছাড়িয়েছে।

২০২৩ সালে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছিল, খাবি গোপনে বিয়ে করেছেন ডেনিশ-দক্ষিণ আফ্রিকান মডেল ওয়েন্ডি থেমবেলিহলে জুয়েলকে। এর আগে তিনি ইতালীয় প্রভাবশালী তরুণী জায়রা নুচ্চির সঙ্গে বাগদত্তা ছিলেন। তবে খ্যাতি পাওয়ার আগেই সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে খাবি অবিবাহিত এবং নিজের কর্মজীবন নিয়েই ব্যস্ত।

এলআইএ/জিকেএস

Read Entire Article