জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: এনসিপিকে গোলাম পরওয়ার

3 hours ago 7

সংস্কার ও সংবিধান ইস্যুতে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার প্রক্রিয়ায় ‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা না নিতে’ বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

এনসিপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, একটি দল বলেছে- জামায়াত সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি।

এনসিপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ছাত্রদের নতুন দলের একজন নেতা জামায়াতকে নিয়ে এমন সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন আমরাও একটু সমালোচনা করি। কেউ তো ওনাদের নাম নেয় না, জামায়াতের মত একটি বড় দল তাদের নিয়ে দুটো কথা বললে তাদের নাম দু-একজন নেয়। আমরা আপনাদের এতো আমলে নেই না।

আরও পড়ুন
পিআর আন্দোলন জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
নাহিদের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না

দলটির নেতাকর্মীদের জুলাইযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে। তবে অশ্লীল, অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে কেউ বেকার থাকবে না। দুর্নীতি ও লুটপাট থাকবে না। জামায়াত কোথাও ঘের দখল করে না, জমি দখল করে না, কিংবা বালু উত্তোলন করে না। জনগণের অধিকার নিশ্চিত করতে এবার সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।

আহসানুর রহমান রাজীব/এমকেআর

Read Entire Article