জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

3 weeks ago 17

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নিয়ম আছে কিন্তু মা-বাপ নেই। বৃদ্ধ বয়সে কোথাও যেতে চাই, সেজন্য পাসপোর্ট লাগবে। জন্মনিবন্ধন না হলে পাসপোর্ট পাওয়া যাবে না। আবার স্বাভাবিকভাবে জন্মনিবন্ধন পাওয়া যাবে না, কিন্তু পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন চলে আসে, তখন পয়সা না দিলেও চলে আসার কথা। এ সিস্টেম আমরা কেন করতে পারছি না?

ড. ইউনূস বলেন, জন্মনিবন্ধন একজন নাগরিকের জন্মগত অধিকার। যে কোনো নাগরিক যে কোনো বয়সে জন্মনিবন্ধন চাইলে তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ঝামেলামুক্ত উপায়ে জন্মনিবন্ধন পাওয়ার জন্য সৃজনশীল হতে হবে, নতুন নিয়ম বের করতে হবে।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

এমইউ/ইএ/জিকেএস

Read Entire Article