জবিতে চীনা ভাষা কোর্স চালুর আলোচনা

3 weeks ago 17

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই। 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স খোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কনফুসিয়াস ইনস্টিটিউটের মাঝে সহযোগিতামূলক বিষয় নিয়েও তারা আলোচনা করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স খোলা এবং বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তারা একমত পোষণ করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর, বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক ড. নাছির আহমাদ এবং সহকারী প্রক্টর ড. নঈম আকতার সিদ্দিক উপস্থিত ছিলেন।

Read Entire Article