জবিতে ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার

2 months ago 6

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ বিষয়ক দিনব্যাপী জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটি (বিপিএস)-এর উদ্যোগে দর্শন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস এর সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে এ সেমিনার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাত্তরে স্বাধীনতা-পরবর্তীতে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তবে তার চরম বিচ্যুতি ঘটেছে। এজন্যই আজ কয়েক দশক পরপর আমরা নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা করি। ৫ আগস্ট আমাদের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মোড় এনেছে-এবার নতুন প্রজন্মকে পথ চলা শুরু করতে হবে, কিন্তু কোথায় থামতে হবে তাও জানতে হবে। দার্শনিক চিন্তা-ভাবনা থেকেই আমাদের মধ্যে সঠিক চেতনা ও বোধের উন্মেষ ঘটবে।

মূল প্রবন্ধ ‘বাংলাদেশের রাষ্ট্রদর্শন: গণতন্ত্রের পোশাকে রাজনৈতিক নিরঙ্কুশতন্ত্র’ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ।

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক হলেও বাস্তবে এটি নিরঙ্কুশ তন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। এখানে বহুদলীয় ব্যবস্থার উপস্থিতি থাকলেও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন, বিরোধী মত দমন এবং রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতার অভাব প্রকৃত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

সেমিনারে চারটি অধিবেশনে দেশের প্রথিতযশা নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা বিষয়ক মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

তৌফিক হোসেন/এমআরএম/জিকেএস

Read Entire Article