জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট খালি থাকায় ছাত্রীদের পক্ষ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে আবেদন শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সিট খালি থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকট থেকে আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনের লিংক— http://student.erp.jnu.ac.bd
নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত লিংকে লগইন করে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানকল্পে ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলটি নির্মাণ করা হয়।
আরএএস/কেএএ/