জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু

5 months ago 16

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ থেকে শুরু করেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০। যার লক্ষ্য হলো দেশে অবস্থানরত অবৈধ বিদেশি অভিবাসীদের একটি মানবিক, সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া।

দেশটির ইমিগ্রেশন বিভাগের এক ফেসবুক পোস্টে জানা গেছে, প্রথম দিনেই কর্মসূচিতে অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হন। তাদের কাগজপত্র যাচাই, প্রক্রিয়াকরণ এবং ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে।

ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, এই কর্মসূচি সম্পূর্ণ সততা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যেন দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও সুসংগঠিত ও নিরাপদ রাখা যায়।

জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ শুধু অভিবাসীদের জন্য নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন, সুযোগ থাকাকালীন তারা যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আইনি জটিলতা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ গ্রহণ করেন।

এমআরএম/জেআইএম

Read Entire Article