জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

3 months ago 22

রাজনৈতিক সংস্কার ও নারীদের নিরাপদ অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

সোমবার (১৩ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। আজ দলটি একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। জাতিসংঘের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গ্যুইন লুইস এবং আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান।

বৈঠকে এনসিপি নেতারা বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে কাঠামোগত সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এসময় তারা অতীতের অবিচারের বিচার ও দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় রাজনীতিতে নারীদের নিরাপত্তার বিষয়টি। এনসিপি নেতারা জানান, দলটির নারী নেতাকর্মীরা নিয়মিতভাবে অনলাইন এবং বাস্তব জগতে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। এতে তাদের রাজনৈতিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ প্রতিনিধিদের কাছে এই পরিস্থিতি তুলে ধরে এনসিপি নেতৃত্ব বলেন, নারীদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।

বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, জাতিসংঘের সহায়তায় রাজনৈতিক পরিবেশ আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবাধিকারে সংবেদনশীল হয়ে উঠবে।

এনএস/এমএইচআর/জেআইএম

Read Entire Article