জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমল 

2 hours ago 5
শিক্ষার্থীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এই জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, বর্তমান পরীক্ষার ফি নিয়ে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যে দাবি ও অসুবিধা উত্থাপিত হচ্ছিল, সেটির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিল। ঘোষণার সময় ও কার্যকরিতা কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে একটি চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে আসতে পারে। ঘোষণাটি দেওয়ার আগে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের নিয়ে একটি মিটিং করা হবে। যেহেতু অনেক শিক্ষার্থী এরই মধ্যে বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেছে, তাই ফি কমানোর এ সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হচ্ছে না। সিদ্ধান্তটি কার্যকর হবে অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং এর পরের সব পরীক্ষা থেকে।
Read Entire Article