জাতীয় সাঁতারের প্রথম দিনে নৌবাহিনীর দাপট, পাঁচটি রেকর্ড

3 hours ago 3

সোমবার মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ। চার দিনব্যাপি এই প্রতিযোগিতার প্রথম দিন শেষ হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দাপটে। হয়েছে পাঁচটি রেকর্ড। প্রথমদিনে হওয়া সাঁতারের ১০ ও ডাইভিংয়ে দুই ইভেন্টের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বাধিক ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ জিতেছে। বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক এবং বিকেএসপি ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছেন।

প্রথম দিনে পাঁচ ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতেছেন। তিনি ভেঙ্গেছেন মাহফিজুর রহমান সাগরের ২০১৬ সালে করা ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ডের রেকর্ড।

পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে গত বছর করা নিজের রেকর্ড ভেঙ্গে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহনীর সামিউল ইসলাম রাফি। তিনি সময় নিয়েছেন ২৬.০৫ সেকেন্ড। তার পূর্বের রেকর্ড ছিল ২৬.৭৯ সেকেন্ড। পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ০৫.৯৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডসহ স্বর্ণ জিতেছেন। তার আগের রেকর্ড ছিল ২ মিনিট ০৯.৪১ সেকেন্ডের।

পুরুষদের ১০০ মিটার রিলেতে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। দলের সামিউল ইসলাম রাফি, মাহামুদুন্নবী নাহিদ, নূর আলম ও আসিফ রেজা ০৩ মিনিট ৩২.১৮ সেকেন্ড সময় নিয়েছেন।

মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বাংলাদেশ নৌবাহনীর মাইশা আক্তার, যুথী আক্তার, অ্যানি আক্তার ও সোনিয়া আক্তার ৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। পূর্বের রেকর্ড ছিল ৪ মিনিট ২৫. ৮৩ সেকেন্ডের।

আরআই/আইএইচএস/

Read Entire Article