জাতীয় স্বার্থে আলোচনা হতে পারে, ব্যক্তিগত সমঝোতা নয়: ইমরান খান

3 months ago 7

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান ব্যক্তিগত স্বার্থে কোনো সমঝোতা বা লেনদেনের ভিত্তিতে আলোচনার সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন। তবে তিনি বলেছেন, জাতীয় স্বার্থে আলোচনা হতে পারে।

সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে পিটিআই সিনেটর আলি জাফর সাংবাদিকদের এসব তথ্য জানান।

৭১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় অভিযোগ আনা হয়েছে।

আলি জাফর বলেন, ইমরান খান স্পষ্ট করে বলেছেন যে তিনি নিজের জন্য কোনো ছাড় চাননি। আর যদি তা চাইতেন, অনেক আগেই তা করতেন।

ইমরান খান জানিয়েছেন, তিনি দেশের ঐক্যের স্বার্থে সংলাপে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, সংলাপের দরজা এখনো খোলা আছে, এমনকি প্রতিষ্ঠানের (আর্মি বা রাষ্ট্রের ক্ষমতাধর অংশের) সঙ্গেও।

পিটিআই প্রতিষ্ঠাতা আরও মন্তব্য করেন, কেউ যেন উইকেটের দুই পাশে খেলতে না পারে এবং ক্ষমতাসীনদের নীরবতা আর সহ্য করা হবে না।

তিনি ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আমি শুধু ন্যায়বিচার চাই এবং তার মামলাগুলোর দ্রুত শুনানি দাবি করেন।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জানান, পিটিআই একটি প্রতিবাদ আন্দোলন শুরু করেছে এবং এর পূর্ণাঙ্গ কৌশল ৫-৬ দিনের মধ্যে প্রকাশ করা হবে। তিনি দলের নেতৃত্বকে আন্দোলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Read Entire Article