জানা গেল আমিরাতে ঈদের তারিখ

2 months ago 34

আগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটিতে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ আগামী ৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। 

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ২০২৫ সালের ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায়, ২৮ মে বুধবার জিলহজ মাসের প্রথম দিন হবে। সেই অনুযায়ী, ৬ জুন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা। 

এর আগে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটিও জানিয়েছিল, সেদেশে ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে এবং সে অনুযায়ী ৬ জুন (শুক্রবার) ঈদ উদ্‌যাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন ৫ জুন বৃহস্পতিবার পড়বে আরাফার দিন।

অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছিলেন, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সে অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। 

এ হিসাবে, ৯ জিলহজ হবে ৫ জুন—যা আরাফার দিন হিসেবে পালিত হবে। আর ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ৬ জুন শুক্রবার। 

আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফা দিবস থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত, মোট চারদিন (৯ থেকে ১২ জিলহজ) সরকারি ছুটি থাকবে।

সূত্র : গালফ নিউজ

Read Entire Article