জানুয়ারি-ফেব্রুয়ারিতেই ডাকসু নির্বাচন : ঢাবি প্রক্টর
আগামী বছরের জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সাইফুদ্দীন আহমদ বলেন, ডাকসু নির্বাচন জরুরি একটা বিষয়। আমাদের এ বিষয়ে নির্বাচন নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের মতামত জানতে আমাদের অনেক বেগ পেতে হয়। ডাকসু নির্বাচনটি হয়ে গেলে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যকার দূরত্ব ঘুচে যাবে। তাদের চাহিদা অনুযায়ী আমরা এগোতে পারব। জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাবি প্রক্টর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-রাজনীতির প্রকৃতি কেমন হবে তা নিয়েও কাজ করছে প্রশাসনের নবগঠিত কমিটি। কমিটির সদস্যরা বিভিন্ন মহলের সঙ্গে বসে তাদের পরামর্শ ও দাবি শুনেছেন। সে আলোকে আগামী ১০ ডিসেম্বর ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রশাসনের নবগঠিত এ কমিটি। এ ছাড়াও নির্বাচনকালীন শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি প্রশাসন থেকে নিশ্চিত করা হবে বলে জানান তিনি।