জাপানে বিএনপির রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফা প্রচারণা

3 hours ago 6


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফা কর্মসূচি প্রবাসে ব্যাপক সাড়া ফেলেছে। এই কর্মসূচির অংশ হিসেবে জাপান বিএনপি রোববার (১৯ অক্টোবর) টোকিওর শিন-ওকুবো ও হিগাশি জুজু এলাকায় লিফলেট বিতরণ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির নতুন রাষ্ট্রগঠন পরিকল্পনা তুলে ধরেছে।

বৃষ্টিমুখর দিনেও নেতাকর্মীদের উপস্থিতি, উদ্যম ও আন্তরিকতায় জমে ওঠে পুরো আয়োজন। কর্মসূচিতে নেতৃত্ব দেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মনি এমদাদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাউদ্দিনসহ জাপান বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

একই দিনে জাপান বিএনপির কেন্দ্রীয় নির্দেশে ওসাকাতেও একই কর্মসূচি পালিত হয়। ওসাকার লিফলেট বিতরণে প্রবাসী বাংলাদেশিরা জাপান বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

নেতাকর্মীরা বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র, ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ে উঠবে। ধানের শীষ আজও দেশের মুক্তির প্রতীক।’

জাপান বিএনপির নেতারা জানান, প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই ৩১ দফা ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের নতুন প্রজন্মকে একটি আধুনিক, স্বচ্ছ, ও জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্নে উদ্বুদ্ধ করা। বৃষ্টিস্নাত এই দিনে প্রবাসী নেতাকর্মীদের ঐক্য ও দায়িত্ববোধ প্রমাণ করেছে- জাপানে অবস্থানরত বিএনপির কর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশনায়ক তারেক রহমানের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছেন।

Read Entire Article