জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ২০ শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত এ শিক্ষার্থীরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিভাগে অধ্যয়নরত।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়।
স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৭ হাজার টাকা হারে ৩ বছরের জন্য এ বৃত্তি পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নাগাও এনইএফ বৃত্তি প্রদান করে এমন শিক্ষার্থীদের, যারা নিজ দেশে থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত। এ বৃত্তি পাওয়ার মাধ্যমে গাকৃবির শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে গবেষণা ও পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।
এ বৃত্তি প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সিনিয়র শিক্ষক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। চেক প্রদান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এ অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। এ বৃত্তি প্রমাণ করে, আমরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বাস্তবভিত্তিক গবেষণার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছি।’ এ সময় উপাচার্য শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষার জন্য আরও বেশি কাজ করার আহ্বান জানান।