জাবিতে রিকশার ধাক্কায় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

2 months ago 27

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার-সংলগ্ন নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আফসানা রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (প্রথম বর্ষের শিক্ষার্থী)। 

আফসানা করিম বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। তার বাবার নাম মো. রেজাউল করিম।

প্রাথমিকভাবে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা এসে রাচিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মুখের চোয়ালে ও মাথায় গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে আফসানার মৃত্যুর ঘটনার তদন্ত করে জড়িত রিকশাচালকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

Read Entire Article