জামায়াত নিবন্ধন ফিরে পাওয়ায় বহুদলীয় গণতন্ত্রের পরিপূর্ণতা এসেছে

3 months ago 37

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিল বিভাগের রায়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পরিপূর্ণতা ও অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে একটি নতুন বার্তা এসেছে। এই রায়কে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন বিএনপির নেতারা।

বহু বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ছিল একটি আলোচিত ও বিতর্কিত বিষয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের সেই আদেশকে অবৈধ ঘোষণা করেছে। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধনের সুযোগ তৈরি হয়েছে আবারও।

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি শুরু থেকেই বহু মত ও পথের পক্ষে ছিল। আমরা মনে করি, গণতন্ত্রে ভিন্নমতের মানুষের অবস্থান থাকাটাই স্বাভাবিক এবং প্রয়োজনীয়। আদালতের এই সিদ্ধান্ত সেই বহুত্ববাদী চর্চাকেই সমর্থন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই সংগ্রামে যারা জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে পারবে, তারাই হবে প্রকৃত রাজনৈতিক শক্তি। অতীতের বিভাজন ভুলে আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

কেএইচ/এএমএ/জেআইএম

Read Entire Article