জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

3 hours ago 3

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত। এসময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানান বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামী আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে অবহিত করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করতে রাশিয়া আগ্রহী বলে জানান তিনি। নির্বাচনের সময় নিয়েও দু-পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এএএম/এমএইচআর/এএসএম

Read Entire Article