জার্মানি–ফ্রান্স–যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলল ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের তিন দেশ (ইথ্রি) যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ ‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের একজোট হওয়া ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে।
রোববার (৭ সেপ্টেম্বর) গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে আরাগচি জানান, ইথ্রি (ই৩) এমন একটি প্রক্রিয়া শুরু করছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরাতে পারে। তবে এর কোনো আইনি ভিত্তি নেই, আর তা ব্যর্থ হবে।
ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ৩০ দিনের প্রক্রিয়া চালু করেছে। তবে আরাগচির বক্তব্য, চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, ইরান নয়। ইউরোপ বরং তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর ইউরোপ বাণিজ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। মার্কিন চাপের মুখে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন ভেঙে পড়েছে।
তবে আরাগচি জোর দিয়ে বলেন, আলোচনার পথ এখনো খোলা। কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরান পারমাণবিক সমৃদ্ধকরণ সীমিত করতে প্রস্তুত। সূত্র : আল জাজিরা