জার্মানির ফ্রাঙ্কফুর্টে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

4 months ago 13

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জার্মানি শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে এ কথা বলেন দলটির নেতারা।

শনিবার (৩১ মে) ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি অডিটোরিয়ামের আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিএনপির ফরেন অ্যাফেয়ারস অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জার্মানি বিএনপির সিনিয়র নেতা মাসুদ রেজার উপস্থাপনায় আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি শিরীন সুলতানা।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জার্মান বিএনপির সিনিয়র নেতা ফিরোজ কোরাইশী, মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, ফয়সাল আহমেদ, শাখাওয়াত হোসেন সোহাগ, মো কাওসার শামীম, নিয়াজ হাবিব, আসিফ ইকবাল ভূঁইয়া, হুমায়ুন কবির খান, আল আমিন রিয়াজ, আবু করিম, শাহজাহান আলী, জুবায়ের মোহাম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব তার ওপর অর্পিত হলে তিনি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করে বিশ্বে দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির প্রবর্তন করেছেন তিনি।

জার্মান বিএনপির নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ-বিদেশে সকাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমআরএম/জেআইএম

Read Entire Article