অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জাহিদ সোহাগের কবিতার বই ‘চেয়ারের মুখোমুখি’। বইটি প্রকাশ করেছে সাহিত্যপত্রিকা শব্দগুচ্ছ।
শব্দগুচ্ছ এবছর ৩ জন তরুণ কবির পাণ্ডুলিপি নির্বাচন করে বই আকারে প্রকাশ করেছে।
‘চেয়ারের মুখোমুখি’ জাহিদ সোহাগের ১২তম কবিতার বই।
বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। পাওয়া যাবে নালন্দা, শব্দগুচ্ছ, অনুভব ও কাগজ প্রকাশনের স্টলে।
শব্দগুচ্ছর সম্পাদক ও... বিস্তারিত