এক টানা ৫ হার। অবশেষে জয়ের দেখা পেয়েছে রাজশাহী বিভাগ। তাতে খুব বেশি লাভ হলো না নাজমুল হোসেন শান্তর দলের। শুধু সান্ত্বনার জয় দিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শেষ করতে পেরেছে তারা। টেবিলের সেরা চারে থাকার সুযোগ হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসর থেকে আগেভাগই বিদায় নিয়েছে রাজশাহী।
আজ বৃহস্পতিবার সিলেট একাডেমি মাঠে নিজেদের সপ্তম ও গ্রপপর্বের শেষ ম্যাচে সিলেট বিভাগকে ২৬ রানে হারিয়েছে রাজশাহী। শান্তর দুর্দান্ত ব্যাটিংয়েই বহুল প্রতিক্ষিত জয়টি পায় দেশের উত্তরাঞ্চলের দলটি।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮১ রান তোলে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন শান্ত। ৬ চারের সঙ্গে হাঁকান ৫ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ৩০ রান করেন সাব্বির হোসেন।
হাবিবুর রহমান সোহান ১৪ বলে ২৫, তাওহিদ হৃদয় ১৭ বলে ২১ ও নিহাদুজ্জামান ১০ বলে অপরাজিত ১০ রান করেন। এতেই ১৮১ রানের স্কোর দাঁড়ায় রাজশাহীর।
জবাবে ব্যাট করতে নেমে ৩২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সিলেটের ওপেনার জিসান আলম। হাঁকান ৫টি ছক্কা, সঙ্গে ২টি চার। ২১ বলে ২৭ রান করেন পিনার ঘোষ। তোফায়েল আহমেদ ২৮ বলে ১৮, নাইম হোসেন সাকিব ৯ বলে ১২ ও তাওফিক খান ৫ বলে ১০ রান করেন। শেষ পর্যন্ত সিলেট তুলতে পারে ৮ উইকেটে ১৫৫ রান।
এনসিএলের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সেরা ৪ দলের মধ্যে থাকতে হতো রাজশাহীকে। টেবিলের প্রথম দুটি দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুটি দল খেলবে ইলিমিনেটর।
ইলিমিনেটরে বিজয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলগুলো খেলবে ফাইনাল।
এমএইচ/এমএস