বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি।
গৃহীত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২৭ মে) রাতে গণমাধ্যমে বিএসপিপির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

5 months ago
106









English (US) ·