‘জীবনের প্রথম ভোট, খুবই ভালো লাগছে’

8 hours ago 7
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। সরেজমিনে দেখা যায়, ভোট দিতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। সকাল ৮টা ৫০ মিনিটে ভোটকেন্দ্র জাবির ইবনে হাইয়ান প্রশাসনিক ভবনের সামনে লাইনে দাঁড়ানোএক শিক্ষার্থী বলেন, এটাই আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। আরেক শিক্ষার্থী বলেন, আমার জীবনের এটিই প্রথম ভোট। এখনো শিক্ষার্থীরা তেমন আসেনি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হবে বলে আশা করছি। জাবির ইবনে হাইয়ান ভবনের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও ১০ মিনিট পর ভোট শুরু হচ্ছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হবে।
Read Entire Article