জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের খাবার বিতরণ

2 months ago 5

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে দুস্থদের জন্য খাবার বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৮ ‍জুন) হাসপাতালের জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব, সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ; হাসপাতালের আরএমও ডা. রাশেদুল ইসলাম রনি ও ডা. সাইফুল ইসলাম শাহীন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডা. আনিসুর রহমান, ডা. ফিরোজ লায়েল, ডা. মোসলেহ উদ্দিন হায়দার রাসেল, ডা. মিজানুল হাসেম শাহীন, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস,  ডা. উম্মে হানি পৃথ্বীসহ অন্যান্য চিকিৎসক, শেখ রিচি, গালিব আল মুগনীসহ ছাত্রদলের অন্যান্য নেতা, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা ডা. জুবাইদা রহমানের চিকিৎসা ক্ষেত্রে অবদান ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালের রোগীদের মাঝে ডা. জুবাইদা রহমান প্রণীত হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ করেন। তিনি বলেন, হৃদরোগ থেকে সুরক্ষা পেতে কীভাবে জীবনযাপনে পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে এই পুস্তিকাটি অত্যন্ত কার্যকর। নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ধূমপান-অ্যালকোহল বর্জনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের আয়োজনে ডা. বিটুর নেতৃত্বে বহুল আলোচিত শাকপালার আনন্দ সরোবর পার্কে বৃক্ষরোপণ, মেডিকেল কলেজে বৃক্ষরোপণ, মসজিদে দোয়া মাহফিল ও রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Read Entire Article