জুবিন গর্গের মৃত্যুরহস্য, ফের ময়নাতদন্তের নির্দেশ

1 hour ago 1
ভারতের গুয়াহাটির আকাশ যেন আরও ভারী হয়ে উঠছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো আসামে। জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই, এই খবর যেন মানতেই পারছে না কেউ। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। তবুও রয়ে গেছে অজানা প্রশ্ন কীভাবে ঘটল এই মৃত্যু? ধোঁয়াশার মাঝেই আসাম সরকার নিয়েছে বিশেষ সিদ্ধান্ত। আসাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফের একবার ময়নাতদন্ত করা হবে প্রয়াত এই সংগীতশিল্পীর।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুবিনের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি তুলেছেন জুবিনের আরেকবার ময়নাতদন্ত করা হোক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি স্কুবা ডাইভিংয়ের ভিডিও। অনেকেই সেই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রকম। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন তার মৃত্যুর কারণ নিয়ে।  জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন একটি অনুষ্ঠান করতে। সেখানে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।  শোনা যাচ্ছে, জুবিন নাকি ভয় পেতেন পানিতে, তাহলে কেন তিনি স্কুবা ডাইভিং করতে নামলেন? তাকে কি কেউ জোর করেছিল? জুবিন যে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন, সেখানে যথেষ্ট নিরাপত্তা ছিল তো? জুবিনের সঙ্গে একটা টিম গিয়েছিল সিঙ্গাপুর। সেখানে ছিলেন জুবিনের ম্যানেজার। ইতমধ্যে তার নামে এফআইআর দায়ের হয়েছিল। তবে জুবিনের স্ত্রী আবেদন করেন এই এফআইআর তুলে নেওয়ার জন্য।  এদিকে আসামের মুখ্যমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার ময়নাতদন্তের বিরোধী। তিনি এ বিষয়ে বলেন, যেহেতু অনেকে প্রিয় গায়কের মৃত্যুর কারণ জানতে চান, যেহেতু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, সেই কারণেই দ্বিতীয়বার ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জুবিনের পরিবারের থেকে সম্মতি ও নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, সংগীতশিল্পীর শেষযাত্রা কবে এবং কোথায় হবে। ততক্ষণ পর্যন্ত সংরক্ষিত থাকবে দেহ।  আসামের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যে কোনও রকম রাজনৈতিক বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
Read Entire Article