জুরাইনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

2 months ago 32

রাজধানীর জুরাইনের একটি বাসা থেকে মো. সাদ্দাম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে খবর পেয়ে তারা জুরাইনের আলমবাগের একটি বাসা থেকে সাদ্দাম হোসেনকে (২৬) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত সাদ্দাম বরিশালের বাবুগঞ্জ থানার বাকুদিয়া গ্রামের আনার মেকারের ছেলে। জুরাইনের আলমবাগে ভাড়া বাসায় থাকতেন। সাদ্দাম একটি টেইলার্সের মালিক ছিলেন।

কাজী আল-আমিন/ইএ/এমএস

Read Entire Article