জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো মাহবুবের পাশে জেলা প্রশাসক

3 hours ago 4

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ছররা গুলিতে চোখের দৃষ্টি হারানো মাহবুব আলমের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মাহবুব আলমের হাতে ২০ হাজার টাকা চেক তুলে দেন তিনি। সেইসঙ্গে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রদান করেন।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আপনাদের মতো হাজার হাজার জুলাই বীরের আত্মত্যাগের কারণেই আজকের নতুন বাংলাদেশ। সেইসঙ্গে আমি এই দায়িত্বে আসতে পেরেছি। আগামী প্রজন্মও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধদের মতো যারা জীবন দিয়েছেন এবং আপনাদের মতো যারা সারাজীবনের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হারাতে বসেছেন তাদেরকে।

এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাহাবুব আলম বলেন, জুলাই আন্দোলনে আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আমি অন্ধ হয়ে যাওয়ায় আমার প্রিয়তমা স্ত্রীও আমাকে ফেলে চলে গেছে গত ডিসেম্বর মাসে। দৃষ্টিশক্তি হারিয়ে আমি এখন পরিবারের অনেকটা বোঝা হয়ে বেঁচে আছি। এই অবস্থায় জেলা প্রশাসক আমার পাশে দাঁড়িয়েছেন এজন্য উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত বছরের ১৮ জুলাই বেলা ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার ও গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় ও গুলি ছোড়ে। এসময় চোখে গুলিবিদ্ধ হন মাহবুব আলম। এতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। ভারত-থাইল্যান্ডসহ ১৮টি হাসপাতালে চিকিৎসা নিয়েও তার চোখের দৃষ্টি ফেরানো সম্ভব হয়নি।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম

Read Entire Article