জুলাই স্মরণে ২০২৪ শিক্ষার্থীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনন্য উদ্যোগ

2 months ago 6

জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি চালু করেছে।

‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এই শিক্ষাবৃত্তির মাধ্যমে দেশের মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২ হাজার ২৪ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করা হবে।

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিশেষ অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তির চেক বিতরণের মাধ্যমে মাসব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানগুলো স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সব বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ মোট ২ হাজার ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ- উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম, বিশ্ববিদ্যালয়ের ডিন, উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

Read Entire Article